শিশুকে কথা বলা শেখাবো কিভাবে

এ আর্টিকেলে যা থাকছে

শিশুর প্রথম বুলি শুনতে পরিবারের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। শিশুকে কথা বলা শেখাতে হলে তার সঙ্গে সবসময় কথা বলতে হবে। তবে এখনো কথা বলতে শেখেনি এমন শিশুর সঙ্গে কথা বলার সময় কিছু বিষয় মনে রাখা জরুরি।

শিশুর শব্দভাণ্ডার কেমন হবে তা নির্ভর করে শিশুর পরিবার ও চারপাশের লোকজন কী ভাষায় কথা বলছে, কেমন শব্দ ব্যবহার করছে তার ওপর। জন্মের পর থেকেই শিশু মা ও বাবার কণ্ঠস্বর নিয়মিত শোনে। তাদের গলার স্বর ও ভাষার সাথে পরিচিত হতে থাকে। আপনি কী বলছেন সেটা সে পুরোপুরি ধরতে না পারলেও ধীরে ধীরে কণ্ঠস্বর শুনে আপনি আনন্দিত নাকি রাগান্বিত সেটি কিন্তু ও ঠিকই বুঝতে পারে।

আরো পড়ুন: শিশুর সাথে কথা বলব যেভাবে
শিশুর সঙ্গে কথা বলার ৫ টি টিপস

কথোপকথন চালিয়ে নিন। শিশু যখনই মুখ দিয়ে কোনো শব্দ করবে তখনই তার দিকে মনোযোগ দিন। তার সঙ্গে কথা বলুন। গবেষণায় দেখা গেছে, বারবার শিশুর সঙ্গে কথোপকথন চালিয়ে গেলে শিশুরা আনন্দিত হয় এবং সেও তার মতো করে আপনার সাথে কথা বলার জন্য বিভিন্ন আওয়াজ ও অঙ্গভঙ্গি করে।

চারপাশের সবকিছু বর্ণনা করুন। শিশুকে নিয়ে ঘুরে বেড়ানোর সময় চারপাশের সবকিছু বর্ণনা করুন।  আবহাওয়া নিয়ে বলুন, কেনাকাটা করার সময় পণ্য সম্পর্কে বলুন, আপনার কাজের বর্ণনা দিন। যখনই সময় পাবেন শিশুর সঙ্গে কথা বলুন।
শিশুর সাথে কিভাবে কথা বলব: https://www.facebook.com/paromitar.protidin/videos/290797446684212

বাসার চারপাশে হাঁটতে হাঁটতে কথা বলুন। শিশু যখন জেগে থাকে তখন তাকে কোলে নিয়ে বা ক্যারিয়ারে রেখে সামনের দিকে মুখ করে বাসার চারপাশে হাঁটুন এবং আপনি যা যা  দেখছেন, অনুভব করছেন সে সম্পর্কে তাকে বলুন। শিশুর প্রথম বছরে ‘হাউস ট্যুর’ খুব উপকারী হতে পারে।

গান গেয়ে শোনান। আপনার কাছে হয়তো নিজের কণ্ঠস্বর পছন্দ নাও হতে পারে। শিশু কিন্তু তার মায়ের কণ্ঠস্বর সবচেয়ে বেশি পছন্দ করে। কারণ সবার শুরু থেকেই সে এই কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত। শিশুরা কথা বলার চেয়েও গান বেশি পছন্দ করে।

স্বাভাবিক স্বরে কথা বলুন। শিশুদের সঙ্গে কথা বলার সময় স্বাভাবিক কণ্ঠস্বরে কথা বলুন। সাধারণত শিশুরা শুরুতে উচ্চস্বরে বা তীক্ষ্নস্বরে কথা বলতে শুরু করে। তার সঙ্গে তাল মেলাবেন না, যতটা সম্ভব গলার স্বর স্বাভাবিক রাখুন। সুরেলা ভঙ্গিতে কথা বলুন। শিশু আগ্রহ পাবে।  

বই পড়ে শোনান। শিশুর মুখের দিকে বই ধরুন, আপনি নিজেও তার মুখোমুখি থাকুন (উপরের ছবির মতো)। শিশু যদি আপনার মুখ দেখতে পায় তবে আপনি যে বইটি পড়ছেন তাতে সে বেশি আগ্রহ দেখাবে। তাকে ছড়া, গল্প ইত্যাদি মজা করে পড়ে শোনান।

কোন বয়সে কোন বই

০-৩ মাস: সাদা কালো বই, যেখানে কনট্রাস্ট বা ব‍ৈপরিত‍্য বেশি।
৩-৬ মাস: রঙিন বই। টাচ এন্ড ফিল অর্থাৎ ধরলে আওয়াজ হয় এমন।
৬-১২ মাস: অনেক ছবি ও শব্দযুক্ত কাপড়ের বই। নাহলে শিশু কাগজ ছিড়বে এবং মুখে দিবে।
১ বছর+: গল্পের বই, ছড়ার বই, কবিতার বই।

বাংলাদেশে এমন বই কিনতে পারবেন: www.facebook.com/paromita.baby

শিশুকে বই পড়ে শেখানোর উপকারিতা অনেক। এটা যে শুধু শিশুকে কথা বলা শেখায় তা নয়, ওর মানসিক বিকাশেও অসামান‍্য ভূমিকা রাখে। পরের আর্টিকেলে শিশুর বই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এ লেখাটি আমেরিকান অ‍্যাকাডেমি অব পিডিয়াট্রিকস (AAP) এর গাইডলাইনের উপর ভিত্তি করে লেখা হয়েছে। 

তাদের ওয়েবসাইট লিংক:
https://www.aap.org

Comments (17)

  1. Antora
    August 2, 2023

    আমার বাচ্চার বয়স ২৬ মাস। কথা বলতে পারে তবে তা সঠিক উচ্চারন নয়। যেমন ধরেন দাদা বলতে পারে তবে দ দিয়ে অন্য শব্দগুলো দ এর জায়গায় ন বলে। তাছাড়া ওর এখন ২ শব্দের বাক্য মিনিমাম বলার কথা কিন্তু ১ শব্দের বাক্য বলে

    Reply
    • August 2, 2023

      আপনি ওর সাথে বেশি করে কথা বলবেন। বিশেষ করে যে অক্ষরগুলি ভুল উচ্চারণ করছে সেগুলো জোর দিয়ে বলবেন।

      Reply
  2. Sony Orin Ghosh
    August 2, 2023

    আমার বাচ্চার বয়স ২ বছর ৯ মাস, কিন্তু এখনো বুকের দুধ খাওয়া ছাড়ছেনা, যদিও শুধু ঘুমানোর সময় খায়। ফিডারে দুধ দিলে একদম ই খায়না।অনেক চেষ্টা করেছি, আবার ফিডার ছাড়া অন্য কিছুতে পানি খেতে চায়না।

    Reply
    • August 2, 2023

      এটা খুবই স্বাভাবিক। পানি কিন্তু গ্লাসে করে খাওয়াবেন এখন।

      Reply
      • farjana nusrut
        October 21, 2023

        apu amr meyer boyos akhn 5 mash. 6 mash hole pani khete dibo. kintu kivabe dibo? o feeder mukhe ney na. sipi cup ki akhn dibo? agula niye jdi akta vedio post korten tahle onk upokar hoto

        Reply
        • October 27, 2023

          আপু বুকের দুধ খেলে পানি তেমন দরকার হয় না। ছয় মাসে দিবেন। কিন্তু ও না খেলে জোর করবেন না। নয়/দশ মাসে এসে একটু একটু আগ্রহ নিয়ে পানি খায়। ফিলিপস অ‍্যাভেন্ট সিপি কাপ দিয়ে শুরু করেন।

  3. Masum Sarkar
    August 2, 2023

    Hi

    Reply
  4. Sarika khatun
    August 2, 2023

    Baby

    Reply
  5. Mahmuda Mahim
    August 4, 2023

    Sishur body oil massage and exercise niye details a jodi video diten….kon boyoshe kon exercise .. kokhon oil massage krte hbe kon boyosh porjonto

    Reply
  6. Tasnim
    August 14, 2023

    Amr baby 10 months er..but oi ato jed kre j all tym amr kole thakte chai…nije/ karo sathe khelteo chai na…2/1 min khelleo abr sei kanna kati r jed suru kre dai…
    Akhn porjonto goragori kre na…tummy tym korale kanna kati kre..

    Reply
    • August 15, 2023

      আপু এই সবই খুব স্বাভাবিক।

      Reply
  7. Dipika Das
    September 18, 2023

    Amr baby 10month ekhono ba ba ma ma airkm kono sound kore na

    Reply
  8. Afsana
    September 19, 2023

    আমার বাচ্চার বয়স ২ বছর, সে আগে দাদা, বাবা, মাম্মা ডাকত এখন তেমন ডাকেনা। আমরা কথা বললে আমাদের মুখের দিকে বা চোখের দিকে তাকায় না, অনুকরণ করার চেষ্টা করেনা। এমনিতে অনেক রকম কথা বলে কিন্তু তা অর্থহীন। কি করতে পারি?

    Reply
  9. Piya Majumder
    March 10, 2024

    Hello apu. Amr baby r age 2 years 8 months running. O onk words bole but ekhno puro sentence bolte pare na. Sob kotha word diye bole. Kichu vul word bole but seta bujhate pare. Sob kotha bujhe & kono kaj korte bolle setao kore. Ki korte pari?

    Reply
  10. Tani Tafci
    October 10, 2024

    আপু আমার বাচ্চা টার 2 ইয়াস,,কথা অনেক কম বলে,,যেমন মা,বাবা তাও যদি বলি আমি তাহলে বলে,,ওর সাথে আমরা অনেক কথা বলি,,কোন ধরনের স্কিন দেয় না,আর ও ইশরা তে সবকিছু বলে,,কানে শুনে,এবং সে সব বুঝে, আর আমার মনে হয় ও ইচ্ছে করে কথা টা বলে না,,এর উপায় কি⁉️⁉️

    Reply
  11. Farzana Bushra
    November 13, 2024

    অনেক উপকারী লেখা।
    অনেক ধন্যবাদ এতো সুন্দর ও সাবলীল লেখার জন্য।
    শুভ কামনা।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *