শিশুর হাইচেয়ার বা ফিডিং চেয়ার

এ আর্টিকেলে যা থাকছে

বাচ্চার সুন্দর খাদ‍্যাভাসের জন‍্য ফিডিং চেয়ার বা হাইচেয়ারের কোনো বিকল্প নেই। বাজারে অসংখ‍্য হাইচেয়ার পাওয়া যায়। কিন্তু কোনটা আপনার শিশুর জন‍্য? সেটাই এখানে আলোচনা করব।

দাম বেশি মানেই ভালো চেয়ার নয়
দাম বেশি মানেই ভালো চেয়ার নয়
কোন বয়স থেকে শিশুকে ফিডিং চেয়ারে বসানো যায়

শিশুকে সলিড খাবার যখন শুরু করবেন তখন থেকেই হাইচেয়ারে বসানোর অভ‍্যাস করা ভালো। এতে শিশু বুঝবে যে খাওয়ার সময় একটা নির্দিষ্ট জায়গায় বসতে হয়। মনে রাখবেন, সাপোর্ট দিয়ে যখন শিশু বসতে পারে, খাবার দিলে হাঁ করে বা আগ্রহ দেখায় তখনই শিশুর সলিড খাবার শুরু করা যায়।

আরো পড়ুন: শিশুর সলিড খাবার কিভাবে শুরু করব?

ফিডিং চেয়ার কেনার সময় কী দেখতে হয়

শিশুর হাইচেয়ার কেনার এক নম্বর টিপস হল শিশুকে চেয়ারে বসিয়ে দেখা সে আরাম পাচ্ছে কিনা বা সহজে বসতে পারছে কিনা। 

  1.  শিশুর বসার সুবিধা: শিশু যেন চেয়ারে সোজা হয়ে আরামে বসতে পারে। সুতরাং এমন চেয়ার কিনবেন যেটাতে মেরুদণ্ড সোজা করে বসা যায়। এবং বসার জন‍্য যথেষ্ট জায়গা থাকে। এক্ষেত্রে কাঠের চেয়ার সবচেয়ে ভালো
  2.  মজবুত কিন্তু সহজ বেল্ট: ফিডিং চেয়ার শুধুমাত্র শিশু বসে খাওয়ার জন‍্য। এটাতে দাঁড়ানো বা অন‍্য কোনো পজিশন বিপদজনক। হাইচেয়ারের বেল্ট এমন হতে হবে যাতে শিশু ব‍্যথা না পায়, শরীরে না চুলকায় এবং অস্বস্তি না হয় কিন্তু শিশু নিরাপদে থাকে। আবার এটা যে লাগাবে তার জন‍্য যেন সহজ হয়। 
  3.  খাবার ট্রে: খাবার ট্রে থাকলে শিশুর খাবার সেখানে দিয়ে দেয়া যায়। তবে ট্রে যেন ভালো করে পরিস্কার করবার মতন হয়। এই ট্রে বেশি কালারফুল না হওয়াই ভালো। ট্রে সহজে খোলা ও বাধা যাবে। যেগুলি এক হাতে খোলা বাধা যায় সেগুলি বাবা মায়ের জন‍্য সবচেয়ে ভালো। কারণ অধিকাংশ সময় হয়ত আপনার আরেক হাতে শিশু বা খাবার থাকবে। 
  4.  পা রাখার জায়গা: শিশু খাওয়ার সময় পা ঝুলিয়ে নয়, নিচে যেন সাপোর্ট থাকে তেমন চেয়ার কিনতে হবে। ছোট,বড় করা যায় এমন পা রাখার দানি সহ চেয়ার কিনবেন। তাহলে অনেকদিন ব‍্যবহার করতে পারবেন। কারণ শিশু কিন্তু খুব দ্রুত বড় হয়। 
  5.  আপনার বাসার অবস্থা: আপনার বাসায় যদি অনেক জায়গা থাকে তাহলে বড়, ভারী হাইচেয়ার ঠিক আছে। যদি জায়গা না থাকে বা আপনি যদি ভ্রমণের জন‍্য ব‍্যবহার করেন তাহলে ফোল্ডিং বা ভাঁজ করা যায় এমন চেয়ার কিনবেন। চাকাওয়ালা চেয়ার বেশ দামী। তবে যদি আপনার বাসার অবস্থা এমন হয় যে শিশুকে এদিক ওদিক নিতে হয় তাহলে চাকাওয়ালা চেয়ারই ভালো। 
  6.  সহজে পরিস্কার করা যায়: এ চেয়ারটা কিন্তু সবচেয়ে বেশি ময়লা হবে। তাই এটা যেন সহজে পরিস্কার করা যায় এমনটা দেখে কিনবেন। 
আমার পছন্দের তিনটি হাইচেয়ার

১. এটা আমি সবচেয়ে পছন্দ করি। দাম ও মান মিলিয়ে এটাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। 

HM-tech Baby High Chair, Wooden High Chairs for Babies & Toddlers, Highchair with Adjustable Footrest, Solid Beech Wood, Removable Tray, Ergonomic Seat Back, Easy to Assemble & Clean, White

লিংক https://amzn.to/49LvK46

ভালো দিক

✅কাঠের তৈরি, বাচ্চা সোজা হয়ে বসতে পারে। 

✅বসার জায়গা বেশ বড়

✅পা রাখার জায়গাটা উপরে ও নিচে করার অনেকগুলি অপশন আছে। তবে সেটা স্ক্রু দিয়ে খুলে লাগাতে হবে।

✅খুব বেশি জায়গা লাগে না, ছোট চেয়ার

✅সহজে পরিস্কার করা যায়

✅শুধুমাত্র কোমরের দিকে বেল্ট। তাই বাচ্চা বিরক্ত হয় না। 

খারাপ দিক:

❎সামনের ট্রে বেশ ছোট এবং সেটা লাগানো বেশ কষ্টের (আমরা এমিলকে আমাদের টেবিলেই খেতে দিচ্ছি) এক হাতে লাগানো অসম্ভব

❎রংটা সাদা, খাবারের হলুদ/মশলা লেগে এটার রং সহজেই নষ্ট হয়ে যায়

❎চাকা নেই, ভাঁজও করা যায় না। 

কাঠের তৈরি, বাচ্চা সোজা হয়ে বসতে পারে
এটা আমার সবচেয়ে ভালো মনে হয়েছে

চেয়ার ২ঃ Graco Blossom 6 in 1 Convertible High Chair, Sapphire

লিংক https://amzn.to/3usY7DV

ভালো দিক

✅চাকা আছে, বাসার যে কোনো জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়।

✅ট্রে টা বেশ ভালো। আলাদা খুলে পরিস্কার করা যায়। লাগানোও খুব সহজ। এক হাতে খোলা ও বাধা যায়। 

✅বেল্ট ভালো, সাথে এক্সট্রা বেল্টও আছে।

✅কাভার ধোয়া যায়। সবই পরিস্কার করা যায়। তবে একটু কঠিন হতে পারে। 

✅ফুটরেস্ট সহজে ওঠানামা করা যায়।

খারাপ দিক: 

❎অনেক দাম

❎বসার জায়গাটা একটু ছোট। মাঝখানে একটা উঁচু জায়গা থাকায় অত আরামের নয়। 

❎চেয়ারের কোণায় ময়লা জমে থাকে

❎বেল্টগুলি একটু শক্ত (যেটা আবার নিরাপত্তার জন‍্য ভালো) 

❎বেশ বড় চেয়ার। অনেক জায়গা লাগে।

দাম বেশি, তবে এটা অনেকভাবে ব‍্যবহার করা যায়
দাম বেশি, তবে এটা অনেকভাবে ব‍্যবহার করা যায়

চেয়ার ৩ঃ Graco Slim Snacker High Chair, Ultra Compact High Chair, Whisk

লিংকঃ  https://a.co/d/bZcSvmH

ভালো দিক

✅ট্রাভেলের জন্য/ছোট বাসার জন্য বেস্ট। কারণ এটা ভাঁজ করে রাখা যায়।

✅ট্রে টা বেশ ভালো। আলাদা খুলে পরিস্কার করা যায়। তবে এক হাতে খোলা ও বাধা যায় না। 

✅দাম বেশ কম।

✅কাভার ধোয়া যায়। সবই পরিস্কার করা যায়। তবে একটু কঠিন হতে পারে। 

ভ্রমণের জন‍্য এটা বেশ ভালো কারণ ভাঁজ করা যায়
ভ্রমণের জন‍্য এটা বেশ ভালো কারণ ভাঁজ করা যায়

খারাপ দিক: 

❎বসার জায়গাটা সোজা নয়। তবে পেছনে একটা ছোট বালিশ দিয়ে ম‍্যানেজ করা যেতে পারে। 

❎চেয়ারের কোণায় ময়লা জমে থাকে

❎ফুটরেস্ট ওঠানামা করা যায় না। 

❎বড় শিশু বসার জন‍্য অত আরামের নয়।

❎বেল্ট রুক্ষ।

ফিডিং চেয়ার শিশুর জন‍্য প্রয়োজনীয় এবং ব‍্যয়বহুল একটি জিনিস। তাই এটা কেনার আগে ভালোভাবে জেনে বুঝে দেখে কিনলে বাবা-মা লাভবান হবেন। পাড়ার কাঠমিস্ত্রিকে দিয়ে এমন চেয়ার বানিয়েও নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *