দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস টডলারদের (১-৩ বছর বয়সী শিশু) মধ্যে প্রায়ই দেখা যায়। শিশুর এই অভ্যাস দেখে হয়তো আপনার মেজাজ খারাপ হয়ে যায়,কিন্তু ভালো খবর হচ্ছে এই অভ্যাস কোনো খারাপ লক্ষণ কিংবা অস্বাভাবিকতা নয়। কিভাবে টডলারদের এই আচরণ বন্ধ করা যায় তা নিয়ে এই লেখা।
১ থেকে ৩ বছরের বাচ্চাদের কয়েকটি স্বাভাবিক আচরণ যেগুলো অনাকাঙ্খিত বা আমাদের কাছে খুবই খারাপ লাগে–
দাঁত দিয়ে নখ কাটা
বুড়ো আঙুল চোষা
নাক খুঁটানো
গা দোলানো/মাথা ঝাঁকানো
মাথায় আঘাত করা
মাস্টারবেইট করা/ প্রাইভেট পার্টস ধরা (অনেক বাচ্চাই এটা করে)
এই অভ্যাসগুলি যেমন আপনাআপনি আসে, আপনাআপনি চলেও যায়। কিন্তু যখন তারা এই আচরণ শুরু করে তখনই কিছু কৌশলের মাধ্যমে এমন আচরণ বন্ধ করা সম্ভব।
কেন বাচ্চা দাঁত দিয়ে নখ কাটে
বাচ্চার দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস বিভিন্ন কারণে তৈরি হতে পারে। একই কারণে শিশুর মধ্যে আঙুল চোষা ও নাক খুঁটানোর অভ্যাসও জন্মাতে পারে। কারণগুলো হলো:
- বিরক্ত হয়ে পড়েছে অথবা মানসিক চাপ অনুভব করছে
বাচ্চাকে নখ কামড়াতে দেখলে মনে করার চেষ্টা করুন কিছুদিনের মধ্যে সে কিছু নিয়ে দুশ্চিন্তা করছে কিনা। সাধারণত চিন্তা বা মানসিক চাপের মতো বিষয় সামলাতেই বাচ্চারা নখ কামড়ায়।
- মন শান্ত করার চেষ্টা করছে
শিশুরা মাঝেমাঝে মনের অস্থিরতা কাটাতে দাঁত দিয়ে নখ কাটে। খেয়াল করলে দেখবেন, আপনার শিশু ঘুমানোর আগে অথবা গান শোনার সময় মনের সুখে নখ কামড়াচ্ছে।
- আপনার মনোযোগ পাওয়ার চেষ্টা করছে
বাচ্চা ভালো করেই জানে নখ কামড়ালে আপনি মানা করবেন। তাই যখন তার একা অনুভব হয় অথবা আপনার সাথে সময় কাটাতে ইচ্ছা করে তাহলে সে ইচ্ছা করেই নখ কামড়াতে শুরু করে।
- বাচ্চার নখ বড় হয়ে গেছে
নিয়মিত নখ কাটা না হলে বড় হয়ে যাওয়া নখের ওপর বাচ্চা বিরক্ত হয়ে যেতে পারে। তাই নখ ছোট করার দায়িত্ব আপনার বাচ্চার দাঁতের ওপর দিতে না চাইলে সময়মতো তার নখ ছেটে ফেলুন।
- অন্যদেরকে নখ কামড়াতে দেখছে
অনেক শিশুই অন্যদেরকে দেখে নখ কামড়ানো শেখে। তাই আপনি অথবা পরিবারের কারো মধ্যে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস দেখলে বিষয়টাকে স্বাভাবিক ভেবে দাঁত দিয়ে নিজের নখ কাটা শুরু করতে পারে।
দাঁত দিয়ে নখ কাটার কারণে যেসব স্বাস্থ্যঝুঁকি থাকে
চিন্তিত হবার কারণ নেই। কম বয়সে বাচ্চাদের নখ কামড়ানো খুব স্বাভাবিক বিষয়। তবে স্বাস্থ্য-সম্পর্কিত কিছু জটিলতা থাকায় বড় হওয়ার আগে অভ্যাসটা ছাড়িয়ে নেওয়া ভালো।
- দাঁত দিয়ে নখ কাটলে শিশুর আঙুলের ডগা লাল হয়ে ফুলে যেতে পারে।
- কামড়ানোর কারণে শিশুর নরম ত্বকের ওপরের স্তর কেটে গিয়ে রক্ত বের হতে পারে।
- এই অভ্যাসের কারণে নখ ও মুখে সংক্রমণের আশংকা থাকে।
- নখে জমে থাকা ময়লা মুখের মাধ্যমে পেটে গিয়ে বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে।
- বেশিদিন এই অভ্যাস থাকলে বাচ্চার নখের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায়।
বাচ্চার দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কিভাবে ছাড়ানো যায়
বয়স বাড়ার সাথে সাথে অন্যরা তাকে নিয়ে কী ভাবছে এই ব্যাপারে শিশু সতর্ক হয়ে পড়ে। এ ছাড়া মানসিক চাপ সামলানোর অন্য উপায় পেয়ে গেলেও শিশু আর নখ কামড়ায় না। তাই চাপ না দিলেও বাচ্চা নিজেই নখ কামড়ানোর অভ্যাস ছেড়ে দেবে। ততদিন আপনি বরং নিচের উপায়গুলো মেনে আদরের শিশুকে ধীরে ধীরে অভ্যাসটা থেকে সরে আসতে সাহায্য করুন।
- বাচ্চাকে মানসিক চাপ দেবেন না :
ছোট ভাই-বোন হলে, বাবা-মা কাজে যাওয়া শুরু করলে অথবা ডে কেয়ারে যাওয়া শুরু করলে শুরুতে শিশুর মনে চাপ পড়ে। এ পরিস্থিতিতে বাচ্চার প্রতি স্বাভাবিকের চেয়ে বেশি মনোযোগী হতে হবে। এসময় একটু বেশি আদর পেলে পরিস্থিতির পরিবর্তন মেনে নেওয়া তার পক্ষে সহজ হয়। এ ছাড়া বল দিয়ে খেলা, গানের তালে নাচার মতো শারীরিক কাজ অথবা চুপচাপ বসে মনোযোগ দিয়ে করার কাজ যেমন- ছবি আঁকলে, গল্প শুনলে শিশু নখ কামড়ানো থেকে দূরে থাকবে।
- ইঙ্গিতে বুঝিয়ে বলুন: শুধু আপনি আর আপনার শিশু বুঝতে পারে এমন কোনো ইঙ্গিত ঠিক করুন। বাচ্চা যাতে নখ না কামড়ায় এটা বোঝাতে কড়া কথা বললে শিশু লজ্জা পেতে পারে। এর চেয়ে বরং নরমভাবে তার হাতে আলতো করে ছুঁয়ে বা কোনো শব্দ বলে বোঝান আপনি চাইছেন না সে দাঁত দিয়ে নখ কাটুক।
- আঙুল নিয়ে বাচ্চার সাথে কোনো খেলা খেলুন নখ কামড়ানো নিয়ে বাচ্চাকে বকা দেবেন না। বকলে বাচ্চা এই কাজ আরও বেশি করতে চাইবে। আপনি বরং ওর সাথে আঙুল দিয়ে “চড়ুই পাখি ১২ টা” বা এই ধরনের মজার কোনো খেলা খেলতে পারেন। এভাবে নখ কামড়ানোর অভ্যাস একদম কেটে যাবে।
- শিশুর হাত অন্যকিছুতে ব্যস্ত রাখার চেষ্টা করুন বাচ্চা দাঁত দিয়ে নখ কাটতে শুরু করলে তার হাত ব্যস্ত হয়ে পড়ে এরকম কিছু করতে পারেন। এ পরিস্থিতিতে বাচ্চাকে খেলনা দিয়ে খেলতে দেওয়া বা পাজেল মিলাতে দিলে দেখবেন মনোযোগ নখের দিক থেকে সরে বাচ্চা খেলায় মগ্ন হয়ে গেছে।
- বাচ্চার নখ ছোট রাখুন নখ ছোট থাকলে বাচ্চার আর নখ কামড়াতে ইচ্ছা করবে না। তাই শিশুর নখ সবসময় কেটে ছোট করে রাখুন। এ ছাড়া স্টিকার দিয়ে সাজিয়ে রাখলে বাচ্চা তার সাজানো নখ দাঁত দিয়ে কাটতে চাইবে না।
- চেষ্টার বিনিময়ে শিশুকে উপহার দিন উপহার পেলে শিশুর নখ কামড়ানোর অভ্যাস ছাড়া সহজ হবে। তাই আপনার শিশু এই অভ্যাস ছাড়ার চেষ্টা করছে দেখলে তাকে ছোট ছোট উপহার দিয়ে আগ্রহ দিন।
- নিজের নখ কামড়ানোর অভ্যাস ত্যাগ করুন আপনার যদি দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকে তাহলে বাচ্চা এই কাজ আরও বেশি করবে। তাই নিজের এই অভ্যাস থাকলে দ্রুত তা ছাড়ার চেষ্টা করুন।
- সুন্দরভাবে বুঝিয়ে বলুন নখ কাটা নিয়ে শিশুকে শাস্তি দেবেন না। তাহলে বাচ্চা আরও বেশি করতে চাইবে। শাস্তি পেলে কিছু সময়ের জন্য শিশু হয়তো আপনার ভয়ে দাঁত দিয়ে নখ কাটা বন্ধ করবে। কিন্তু কিছুদিন পর আবার শুরু করবে। এ ছাড়া, শাস্তি পেলে শিশুর মনে চাপ পড়বে। এতে নখ কাটার আশংকা আরও বাড়বে। এর চেয়ে বরং শিশুকে সুন্দর করে বুঝিয়ে বলুন।
কখন ডাক্তারের কাছে যাবেন
যে কোনো অভ্যাস ছাড়ানোই কঠিন। সব ধরনের চেষ্টার পরেও যদি এই অভ্যাস বা আচরণ আরো বাড়তে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
আপনার শিশু যদি দাঁত দিয়ে নখ কাটতে গিয়ে লাল করে ফেলে, ফুলিয়ে ফেলে অথবা রক্ত বের করে ফেলে তাহলে ডাক্তার দেখান।
এছাড়া শিশুর যদি নখ কামড়ানোর পাশাপাশি চুল টানা বা চামড়া টানার অভ্যাস তৈরি হয় তবে ডাক্তারের কাছে যান।
রেফারেন্স
- American Academy of Pediatrics, Common Childhood Habits , November 2015.
- Nationwide Children’s Hospital, Nail Biting Prevention and Habit Reversal Tips: How to Get Your Child to Stop, January 2018.
Bacchar matha bari dewar ovvas kivabe poriborton korbo