আমাদের পডকাস্টের প্রথম পর্ব এমিলের জন্মের মুহূর্ত অর্থাৎ লেবার/ডেলিভারি রুমে আমাদের অভিজ্ঞতা নিয়ে। একবার সি-সেকশন, একবার নরমাল ডেলিভারির সিদ্ধান্ত, আবার বাচ্চার হার্টবিট চলে যাওয়ায় সিজারের জন্য রেডি হয়ে শেষে নরমাল ডেলিভারি। এরকম টালমাটাল অবস্থার পরে অবশেষে এমিলের জন্ম। বাংলাদেশের খুব কম বাবাই তার সন্তান জন্মের সময়টি এত কাছ থেকে দেখতে পায়।