আপনি সবসময় এটাই শুনে এসেছেন যে, বাচ্চারা অনর্গল কথা বলে, বকবক করে মাথা খারাপ করে দেয়। অথচ একই বয়সী আপনার বাচ্চার মাঝে এমন কোনো লক্ষণ নেই। আপনার বাচ্চার কথা বলার আগ্রহ খুবই কম। এমন পরিস্থিতিতে বাচ্চা কথা দেরিতে বলার ব্যাপারে যেসব বিষয় আপনার জানা জরুরি, তা নিয়েই এ আর্টিকেল।
একেক বাচ্চা কথা বলতে শেখে একেক বয়সে। তবে বেশিরভাগই একটি সাধারণ বয়সসীমার ভেতরে এই কথা বলাটা শিখে ফেলে। এই সময়সীমার ভেতরে কোনো বাচ্চা কথা বলা না–ই শিখতে পারে। এটি খুব অস্বাভাবিক কিছু নয়। তবে বাচ্চা কথা দেরিতে বলার পেছনের কারণটা স্বাভাবিক, নাকি এটি তার কোনো প্রতিবন্ধকতা তা বুঝে ওঠা সহজ নয়।
বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, ১৮ থেকে ২৩ মাস বয়সী প্রায় ১৩.৫ শতাংশ বাচ্চা কথা বলতে শেখে দেরিতে। এমনকি আরও বড় বাচ্চা, অর্থাৎ ৩০ থেকে ৩৬ মাস বয়সীদের মধ্যে প্রায় ১৬–১৭.৫ শতাংশ বাচ্চা কথা বলতে দেরি করে।
আপনার যদি মনে হয় যে আপনার বাচ্চা কথা বলার ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় পিছিয়ে পড়েছে, তাহলে আপনি কী করবেন? যতো দ্রুত সম্ভব একটি ভালো প্রাথমিক ইন্টারভেনশন সেবা (শিশুকে পরীক্ষণ, মূল্যায়ন ও সমস্যা অনুযায়ী সেবা প্রদান প্রোগ্রাম) কিংবা একজন স্পিচ-ল্যাংগুয়েজ বিশেষজ্ঞের খোঁজ পাবার ব্যাপারে শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলুন। শিশুর যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যতো দ্রুত সম্ভব বুঝতে পারা ও সেই অনুযায়ী চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রেই শিশুর ভাষাগত জটিলতা কেটে যায় এবং সে যোগাযোগের দক্ষতা অর্জন করে।
বাচ্চা কথা দেরিতে বলার লক্ষণ
১২ মাস বয়সের মধ্যে বাচ্চা-
- ‘মা’ বা ‘বাবা’ ডাকতে শেখে না
- হাত নাড়িয়ে বা মাথা নাড়িয়ে ইশারা করা এবং কোনো কিছুর দিকে আঙুল তুলে পয়েন্ট করতে পারে না
- ‘না’ বলা, ‘টাটা-বাই-বাই’ বলা অথবা নিজের নাম বুঝতে পারে না এবং এসব কথার বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না
- নিজের আগ্রহের কোনো জিনিস বা খেলনার প্রতি, যেমন পাখি কিংবা প্লেন পছন্দ হলে সেগুলোর প্রতি ইঙ্গিত করতে পারে না
- অন্ততঃপক্ষে একটি শব্দও বলে না
- কথা বলার মতো করে অর্থবহ কোনো কিছুই বলে না
১৮ মাসের মধ্যে বাচ্চা-
- প্রশ্ন করলে শরীরের কোনো একটি অঙ্গের নামও বলতে পারে না বা দেখাতে পারে না
- সাহায্যের প্রয়োজন হলেও বা কোনো কিছু দরকার হলেও আপনাকে বলে না বা বোঝানোর চেষ্টা করে না
- আপনি কিছু নিয়ে আসতে বললেও এনে দেয় না
২৪ মাসের মধ্যে বাচ্চা-
- একদম সহজ দিক নির্দেশনাও বুঝতে পারে না (সামনে যাও, পেছনে আসো)
- কমপক্ষে ৫০টি শব্দ জানে না
- নিজের খেলনা নিয়ে অভিনয় করে খেলতে পারে না (যেমন পুতুলের চুল আঁচড়ে দেয়া বা খেলনা গাড়ি চালানোর সময় মুখ দিয়ে শব্দ করে গাড়ি চালানো)
- দুই শব্দের কোনো অর্থবহ বাক্য বলতে পারে না
- অন্যদের বলা কোনো শব্দ বা কাজ অনুকরণ করা ছাড়া নিজে থেকে কোনো কথা তৈরি করতে পারে না
৩০ মাসের মধ্যে বাচ্চা-
- ২ থেকে ৪ শব্দের কোনো সহজ বাক্য ব্যবহার করে কথা বলতে পারে না
- ‘আমি’, ‘তুমি’, ‘সে’, ‘এটা’, ‘সেটা’, ‘ওরা’ –এই জাতীয় কোনো সর্বনাম নির্দেশ করে কথা বলতে পারে না
- সহজ কোনো প্রশ্ন করতে পারে না
- কোনো কথা পরিবারের কেউ বুঝতে পারে না
৩ বছরের মধ্যে বাচ্চা-
- ছোট ছোট বাক্য একসাথে মিলিয়ে কথা বলতে পারে না
- সহজ কোনো গল্প বলতে পারে না
- পড়তে বা বইয়ের দিকে তাকিয়ে থাকতে আগ্রহ পায় না
- সাধারণ গৃহস্থালি জিনিসপত্রের ব্যবহার জানে না (যেমন টুথপেস্ট বের করা বা চামচ দিয়ে খাওয়া)
৪ বছরের মধ্যে বাচ্চা-
- বেশিরভাগ ভিন্ন ধ্বনিবিশিষ্ট বর্ণ (যেমন প+আ=পা, ক্ষ বা ক্ষিয়) উচ্চারণ করতে শেখে না
- ‘কেন’ প্রশ্নের উত্তর দিতে পারে না
- ‘একই’ এবং ‘আলাদা’ –এই দুটি ধারণা বুঝতে পারে না
- অবস্থান বিষয়ক শব্দগুলো, যেমন ‘উপরে’, ‘পাশে’, ‘নিচে’ –এগুলো বুঝতে পারে না
বাচ্চা দেরিতে কথা বলার কারণ
বাচ্চা কথা দেরিতে বলার কারণ একেক ক্ষেত্রে একেক রকম হতে পারে। কখনও কখনও বাচ্চার শুধুমাত্র একটু বেশি সময় ও সাহায্যের প্রয়োজন হয় নিজের কথা বলার দক্ষতাকে ঠিকভাবে গড়ে তুলবার জন্য। বাচ্চার কথা বলতে দেরি হবার অর্থ হলো, সে নিজের সমবয়সীদের তুলনায় ধীর গতিতে ভাষাগত বিকাশের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
অসংখ্য কারণে বাচ্চা কথা দেরিতে বলতে পারে, যার মাঝে একটি কারণ হতে পারে বাচ্চার প্রিম্যাচিউর বার্থ বা সময়ের আগে জন্মানো। অনেক ক্ষেত্রেই বাচ্চা কথা বলা শুরু করার সময়টাতে এই প্রিম্যাচিউর বার্থের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। সাধারণত প্রিম্যাচিউর শিশুরা ২ বছর বা তার কাছাকাছি সময়ে সমবয়সী অন্য বাচ্চাদের মতো বিকশিত আচরণ করতে শুরু করে।
বাচ্চা কথা দেরিতে বলার আরও কারণ রয়েছে। যেমন কানে কম শোনা (বার বার কানের সংক্রমণের ফলে হতে পারে), সেরেব্রাল পালসি অর্থাৎ সঠিক ভঙ্গিতে নিজের বডি–ল্যাংগুয়েজ প্রকাশ করতে না পারা বা নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারা, অটিজমের মতো বিকাশজনিত অক্ষমতা ইত্যাদি।
যদি আপনার বাচ্চা কথা বলতে শেখার সাধারণ পর্যায়গুলো পার করতে অক্ষম হয় এবং নিজস্ব ধারাবাহিকতার মধ্যে থেকেও ধীরে ধীরে কথা বলতে শেখার প্রক্রিয়ার মধ্যে ঢুকতে না পারে, তাহলে এটা শুধুমাত্র তার কথা বলতে দেরি হওয়া নাও হতে পারে। হতে পারে সে কোনো প্রতিবন্ধকতা বা অক্ষমতার শিকার। এর অর্থ হলো, আপনার বাচ্চার একজন স্পিচ–ল্যাংগুয়েজ বিশেষজ্ঞের সাহায্য এবং ইন্টারভেনশন সেবা বা থেরাপি প্রয়োজন।
বাচ্চা কথা বলতে দেরি করছে বা সে অক্ষমতার শিকার –এর অর্থ এই নয় যে, আপনার কোনো ভুলের কারণে এমনটা হয়েছে। বরং আপনি চেষ্টা করলে সহজভাবে বই পড়ে শোনানো, কথা বলা ও খেলার মাধ্যমে বাচ্চার বিকাশ ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
রেফারেন্স
- American Academy of Family Physicians. 2022. Speech and Language Delay. https://familydoctor.org/condition/speech-and-language-delay/
- American Academy of Pediatrics. 2012. Milestones During the First 2 Years. https://www.healthychildren.org/English/ages-stages/toddler/Pages/Milestones-During-The-First-2-Years.aspx
- American Academy of Pediatrics. 2019. Developmental Milestones: 3 to 4 Year Olds. https://www.healthychildren.org/English/ages-stages/preschool/Pages/Developmental-Milestones-3-to-4-Year-Olds.aspx
- American Academy of Pediatrics. 2021. Language Delays in Toddlers: Information for Parents. https://www.healthychildren.org/English/ages-stages/toddler/Pages/Language-Delay.aspx
- American Speech-Language-Hearing Association. Undated. Three to Four Years. https://www.asha.org/public/speech/development/34/
- Connecticut Children’s. 2016. Your Child’s Development: 2.5 Years (30 Months). https://www.connecticutchildrens.org/health-library/en/parents/development-30mos/
- Johns Hopkins Medicine. Undated. Stuttering in Children. https://www.hopkinsmedicine.org/health/conditions-and-diseases/stuttering#:~:text=Developmental%20stuttering
- Nemours Foundation. 2022. Delayed Speech or Language Development. https://kidshealth.org/en/parents/not-talk.html
- Stanford Medicine Children’s Health. Undated. Age-Appropriate Speech and Language Milestones. https://www.stanfordchildrens.org/en/topic/default?id=age-appropriate-speech-and-language-milestones-90-P02170
- Horwitz S., et al. 2002. Language delay in a community cohort of young children. Journal of American Adolescent Psychiatry 42(8):932-40. https://pubmed.ncbi.nlm.nih.gov/12874495/
Amr baby 3year O agee alpo alpo kotha bolto.kintu akhon bole na..ABCD bole r kichu na ichha hole tuktak bole…r khub zid r rag….ki korle thik hobe aktu bolben….akhon school a diachi…
অনেক কিছু জানতে পারি তাই আপনার লিখাগুলে পড়তে ভালো লাগে 😊